
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশন এর উদ্যোগে এতিম ও কুরআনের হাফেজদের সাথে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) সীতাকুণ্ডের স্বনামধন্য স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশন এর উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভাস্হ ৫নং ওয়ার্ড ভুইঁয়া পাড়া সীতাকুণ্ড তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের হাফেজদের সাথে এই বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার ও দোয়া মাহফিল প্রায় দেড় শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে মানবতা ফাউন্ডেশন এই আয়োজন করে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা ফাউন্ডেশন এর সভাপতি মো রনি খাঁন,সহ-সাধারন সম্পাদক মো নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সুলেমান বিন জুহান,প্রচার সম্পাদক মো মাকছুদ আলী জুয়েল, কার্যনির্বাহীর সদস্য মো আরফিন নুর, কার্যনির্বাহীর সদস্য মো রমিজ আলী,সদস্য মো জাহেদ হাসান, সদস্য আল-হাসান সজিবসহ অন্যান্য সদস্যগণ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মোহ তামিম হাফেজ মাওলানা ইলিয়াস,তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, "প্রিয় নবী (সা.) বলেছেন, 'যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়; শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।' মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস।"
তিনি আরও বলেন, "রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না।"
এ সময় মানবতা ফাউন্ডেশন সকল ভাইদের এবং সারা দেশের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়, বিশেষভাবে মানবতা ফাউন্ডেশন এর আজীবন সদস্য মরহুম হুসাইন বিন আরিফ এবং মরহুম রাফির জন্যও দোয়া করা হয়।
এই মহতী উদ্যোগের মাধ্যমে মানবতা ফাউন্ডেশন সমাজের নিকট অনুপ্রেরণার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং ঈদের পবিত্রতার মধ্যে ধর্মীয় মূল্যবোধের সুস্পষ্ট প্রদর্শন ঘটিয়েছে।