বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় একটি কাঠের কারখানায় বয়লার মেশিনে পড়ে এক বাংলাদেশির মৃত্যু।

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।

মালয়েশিয়ায় একটি কাঠের কারখানায় বয়লার মেশিনে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। তার পরিচয় জানানো হয়নি। শুধু বয়স ৩৯ বছর বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের তামপিনের জিমাসের একটি কাঠের কারখানায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জিমাস ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশনের প্রধান মোহাম্মদ রাজাফ জামরি জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে জরুরি একটি কল পায়। এরপর ফায়ার রেসক্যু টেন্ডার (এফআরটি) যন্ত্রপাতি ও জরুরি সেবা সহায়তা ইউনিট (ইএমআরএস) ১০ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, বয়লারের গভীরতা ও উত্তাপের কারণে উদ্ধারকর্মীদের প্রতিরক্ষামূলক পোশাক পরতে হয়েছিল। অনেক চেষ্টার পর সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ওই বাংলাদেশিকে মেশিন থেকে বের করে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

ভুক্তভোগী বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অধিক তদন্তের জন্য ওই বাংলাদেশির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ