শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

১৮ বছরের পুরনো রাস্তা কক্সবাজার খুরুশকুল ৩ নং ওয়ার্ড রাস্তার পাড়া সংস্কার হচ্ছে না চরম ভোগান্তিতে ভুগছে এলাকাবাসী।

কক্সবাজার সদর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর প্রতিনিধি।

আজ ১৪ /০৩/২৫ ইংরেজি বাদে জুমার পরে দক্ষিণ রাস্তার পাড়ার এলাকাবাসী মানববন্ধন করেন।
তাদের বক্তব্য তো বলেন ,

আওয়ামী সরকার থাকতে সংস্কার হয়নি দক্ষিণ রাস্তার পাড়া বটগাছ তলা হইতে জাফর উল্লাহ মাস্টারের বাড়ী থেকে শুরু করে দক্ষিণ রাস্তার পাড়া সংস্কারের দেখা মিলেনি। এটি মূলত কক্সবাজার খুরুশকুলে নতুন ব্রিজ সংলগ্ন সংযোগে হতে যাওয়ার সড়কে দক্ষিণ রাস্তার পাড়া. অর্থাৎ চৌফলদণ্ডী এবং ঈদগাঁও যাওয়ার যেই সড়কে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজারের মানুষের যাতায়াত এখানে ভোগান্তিতে ভুগছে ,সিএনজি ,অটোরিকশা, টমটম, র ইজিবাইক থেকে শুরু করে সবাই কষ্ট পেয়ে যাচ্ছে এই সড়কে।

দীর্ঘ দিন ধরে বৈষম্যের স্বীকার।খুরুশকুল ৩নং ওয়াড়ের বৃহত্তর রাস্তার পাড়া বাসী অবহেলিত।দীর্ঘ কাল ধরে এই রাস্তার পাড়ায় কোন উন্নয়নের ছোয়া লাগেনি।।যার কারনে এই রাস্তা চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে।যার কারনে ডেলিভারি রোগী হতে শুরু করে সব বয়সের লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে হিমশিম খাচ্ছে।তাই আমরা চাই অতি অল্প সময়ের মধ্যে এই রাস্তা সংস্কার করুক।অন্যতায় আমরা সবাই একতাবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি গ্রহন করে গণস্বাক্ষর এর মাধ্যমে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ