শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বিএনপির বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার কুমিরা ইউনিয়নস্হ ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় ঐতিহাসিক মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃনাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং কুমিরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সফল সাবেক আহবায়ক ও সীতাকুণ্ড থানা বিএনপির প্রভাবশালী সদস্য আলহাজ্ব এম শামসুদোহা। বিশেষ মেহমান ছিলেন, সীতাকুণ্ড থানা বিএনপির প্রভাবশালী সদস্য মো জানে আলম বাবুল মেম্বার, কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো ইদ্রিস মিয়া মনির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো ইব্রাহিম,কুমিরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সফল যুগ্ম আহবায়ক মো ফখরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো এহেতাশাম হায়দার টিটু, পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো:রফিকুল আলম রফিক,কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো কামরুল হাসান,কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম মন্জু, কুমিরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তমাল হোসেন, সীতাকুণ্ড থানা কৃষক দলের সহ-সভাপতি মো আলমগীর হোসেন,লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ শাখার সদস্য সচিব মো মাহফুজ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো ইব্রাহিম,সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য মো জগলুল হোসেন নয়ন,কুমিরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মো শাহনেওয়াজ সুমন,যুবনেতা মো সালাউদ্দিন টিটু, মছজিদ্দা উচ্চ বিদয়ালয় মসজিদের ইমাম মো জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো ইউনুস মিয়াসহ প্রমূখ।
প্রধান অতিথি আলহাজ্ব এম শামসুদোহা পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, বিএনপি বিগত ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু আজ কুমিরা ইউনিয়নস্হ ৩নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে অত্র এলাকার জনগণকে বিএনপির পতাকাতলে ঐক্যব্দ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। কিন্তু বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এই দেশের জনগণ যাতে বিএনপির দাওয়াতের পতাকাতলে ঐক্যব্দ্ধ হতে না পারে সেই জন্যই সব সময় বাধা দিয়ে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপির অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা,গুম,খুন ও নির্যাতন করেও বিএনপির দাওয়াতী কাজ বন্ধ করতে পারেনি। বরং দাওয়াতী কাজ আরো জোড়ে বৃদ্ধি পেয়ে জনশক্তি লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে।

এই মহতী উদ্যোগের মাধ্যমে কুমিরা ইউনিয়ন বিএনপি ও ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমাজের নিকট অনুপ্রেরণার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং ঈদের পবিত্রতার মধ্যে ধর্মীয় মূল্যবোধের স্পষ্ট প্রদর্শন ঘটেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ