শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

ইভিরামপুর রওজাতুস সুন্নাহ্ কওমি মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ইভিরামপুর রওজাতুস সুন্নাহ্ বালক-বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়েছে।

১৪ মার্চ (শুক্রবার) বিকেলে মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা মো. আকরাম হুসাইন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজে আদর্শ ও নীতিবান মানুষের সংখ্যা কমে যাচ্ছে, যা পূরণে দ্বীনি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন যে, মাদ্রাসায় ভর্তি হলে তিনি তাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সৎ ও নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলবেন।

মাদ্রাসার সম্প্রতি নির্মিত মসজিদ সম্পর্কে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান সকলের, এবং এটি আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনার দায়িত্ব আমার। আপনাদের দোয়া, সহযোগিতা, উপদেশ ও পরামর্শের মাধ্যমেই এ প্রতিষ্ঠান এগিয়ে চলছে।”

এরপর দিনাজপুর পাহাড়পুর (পাওয়ার হাউজ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আসাদুল্লাহ্ আল গালিব ইসলামী আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন। পরে প্রায় ৫০০ রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, যেখানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার পক্ষ থেকে আগত অতিথি ও রোজাদারদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ