শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

জগদিশপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নং ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি

জগদিশপুর ইউনিয়নের ১, ২, ৩ ও ৫ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইং ১৪/৩/২৫ তারিখে স্থানীয় কান্দি, মাড়ুয়া, জগদীশপুর ও পুস্তিঘাটা এলাকায় রঞ্জু মিয়া ও শরুফত দৌলা সাহীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা বিএনপির সভাপতি জনাব এম এ ছালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সেক্রেটারি জনাব মাসুদুল হাসান,জেলা বিএনপির সম্মানিত সদস্য চৌগাছা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক জনাব জহুরুল ইসলাম,থানা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব ইউনুস আলী দফাদার,থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব এ্যাড, আলিবুদ্দিন খাঁন,সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মোস্তাক এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, রমজান উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, যাতে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরো সুদৃঢ় হয়।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ