
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্কোয়াড মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে কুরআনের হাফেজদের সাথে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) কুমিরা স্কোয়াড মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে পূর্ব-দক্ষিণ ঘোরামারা ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআনের হাফেজদের সাথে এই বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সীতাকুণ্ডের বিশিষ্ট মেসেঞ্জার গ্রুপ কুমিরা স্কোয়াড মেসেঞ্জার এর প্রভাবশালী সদস্যগণ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মো নাজিম উদ্দিন, মো আরিফ হাসান, মো আলা উদ্দিন ইভান, মো মফিজুল ইসলাম রায়হানসহ অন্যান্য সদস্যগণ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব-দক্ষিণ ঘোরামারা ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ইমাম, যিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, “প্রিয় নবী (সা.) বলেছেন, ‘যখন রমজান মাস আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়; শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।’ মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস।”
তিনি আরও বলেন, “রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না।”
এ সময় কুমিরা স্কোয়াডের সকল ভাইদের এবং সারা দেশের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়, বিশেষভাবে কুমিরা স্কোয়াড মেসেঞ্জার গ্রুপের আজীবন সদস্য মরহুম হুসাইন বিন আরিফের জন্যও দোয়া করা হয়।
এই মহতী উদ্যোগের মাধ্যমে কুমিরা স্কোয়াড মেসেঞ্জার গ্রুপ সমাজের নিকট অনুপ্রেরণার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে এবং ঈদের পবিত্রতার মধ্যে ধর্মীয় মূল্যবোধের সুস্পষ্ট প্রদর্শন ঘটিয়েছে।