সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

সাহাপুর ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে চেয়ারম্যানের ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রিপোর্টার:- এমরান হোসেন সোহাগ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

রিপোর্টার:- এমরান হোসেন সোহাগ।

নোয়াখালীর চাটখিল উপজেলা ১ নং সাহাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৩ শতাব্দিক পরিবারের মাঝে, ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ( খোকন পাটোয়ারী) ।

এই ছাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কন্ট্রোল রুম খুলে সার্বক্ষণিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর রাখছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ (খোকন পাটোয়ারী)। তাকে সার্বক্ষণিক সহায়তা করছেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।

এসব ত্রান সামগ্রী বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সার্বক্ষণিক সহায়তা করেন, ১ নং সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর কবির,ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম বাবলু, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আলম, জেলা ছাত্রদলের নেতা ইকবাল হোসেন।

ইউনিয়নের ৯ ওয়ার্ডের সব কয়টি আশ্রয় কেন্দ্রে এবং ৩৫০ পরিবারের ঘরে ঘরে এসব তার প্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসব তান সামগ্রির মধ্যে ১০৭ পরিবারকে প্রদান করা হয়, ১০ কেজি চাল, ডাল,আলু, তৈল, লবন ও বিশুদ্ধ পানি।
এই ছাড়া ৯টি ওয়ার্ডের প্রায় ২’শ ৫০ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় শুক্তো খাবার,যার মধ্যে রয়েছে মুড়ি, চিড়া,বিস্কুট, মোমবাতি, গ্যাস লাইট ও বিশুদ্ধ খাবার পানি।
এছাড়া বহু পরিবারের মাঝে চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন বলেন, বন্যার আঘাত হানার পর থেকে আমি এবং আমার মেম্বারগণ এলাকাবাসীর পাশে রয়েছি। তিনি বলেন বিএনপি-জামায়াতসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাকে সার্বক্ষণিক সহায়তা করছে এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই নাকি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ