মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
১২ ও ১৩ মার্চ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গোয়েন্দা ও লোকাল মালয়েশিয়ানদের রিপোর্ট অনুযায়ী অভিযান পরিচালনা করে ৪জন কে আটক করে।
৩জন বাংলাদেশী এজেন্ট ও একজন লোকাল মালাই আটক হয়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়া নিয়ে যাওয়া হয়েছে।
আটকের সময় এদের কাছে নগদ অর্থ ও অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে।
শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১১ মার্চ) এবং বৃহস্পতিবার কুয়ালালামপুরের আশেপাশের চারটি স্থান এবং সেলাঙ্গর রাজ্যের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে অভিযান চালিয়ে চার বাংলাদেশি এজেন্টকে আটক করা হয়। তবে, তাদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শুধু জানিয়েছে তাদের সবার বয়স ২২ থেকে ৩৮ বছরের মধ্যে।
জাকারিয়া আরও বলেন, প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে ২ হাজার রিঙ্গিত থেকে ২ হাজার ৫০০ রিঙ্গিত ফি আদায় করতেন। সন্দেহভাজন অবৈধ এই এজেন্ট গত এক বছর ধরে এই কার্যকলাপ চালিয়ে আসছিল বলে মনে করছেন অভিবাসন বিভাগ।
অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের মোট ১৩৪টি পাসপোর্ট জব্দ করেছে অভিবাসন বিভাগ। এছাড়া চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং মোট ৬৯ হাজার ৩৮০ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে।
অন্যদিকে, আরও তদন্তের জন্য দুটি পেরোডুয়া আটিভা এবং পেরোডুয়া আলজা গাড়িও জব্দ করা হয়েছে বলে জানান অভিবাসন বিভাগের এই মহাপরিচালক।