বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভাস্হ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভাস্হ দক্ষিণ ইদিলপুর ৮নং ওয়ার্ডের সভাপতি ডাঃ মোঃ শাহাবুদ্দীনের পরিচালনায় বায়তুল জান্নাত জামে মসজিদে ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর,বিশেষ মেহমান ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবুল হোসাইন, জামায়াতের ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ কাইয়ুম প্রমূখ।
প্রধান আলোচক মুহাদ্দিস সেলিম জাহাঙ্গীর পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন,জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু আজ বায়তুল জান্নাত জামে মসজিদে ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে অত্র এলাকার জনগণকে ইসলামের পতাকাতলে ঐক্যব্দ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়।১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে। কিন্তু জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এই দেশের জনগণ যাতে জামায়াতে ইসলামীর ইসলামী দাওয়াতের পতাকাতলে ঐক্যব্দ্ধ হতে না পারে সেই জন্যই সব সময় বাধা দিয়ে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াতের অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা,গুম,খুন ও নির্যাতন করেও জামায়াতের দাওয়াতী কাজ বন্ধ করতে পারেনি। বরং দাওয়াতী কাজ আরো জোড়ে বৃদ্ধি পেয়ে জনশক্তি লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ