মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

কুড়িগ্রাম উলিপুরে ছাত্রদের উপর হামলার মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার ।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে
Oplus_131072

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬১)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ০৪‌ টার দিকে দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামলীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে। আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয় বার গ্রেপ্তার হলেন।

গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছিল। পরে তিনি জামিনে বেড়িয়ে আসেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ