শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

মো: রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো: রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে উপজেলার পৌরসদর কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার(১২মার্চ) বিকাল ৪ টার দিকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ