জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পোরশায় দক্ষিণ লক্ষীপুর (কোঁচপুকুরে) শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ২য় অধিবেশন অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
জগৎজীবের কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায়, নওগাঁর পোরশা উপজেলার দক্ষিণ লক্ষীপুর (কোঁচপুকুর) গ্রাম বাসির উদ্যোগে শ্রী জতিন খালকো, শ্রীমন্ত কুজুর ও শ্রী বিশ্বনাথ কুজুরের বহির্বাটীতে অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬শে ফাল্গুন ) শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।
বুধবার ( ২৭ শে ফাল্গুন ) অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।
অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির শ্রী হেমন্ত কুজুর বলেন
প্রথম দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ৪টি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন।
এর মধ্যে লীলা কীর্তনে ছিলেন সয়ন কুমার দাস গোদাগাড়ী, রাজশাহী।
কুমারী স্মৃতি বর্মন পোরশা, নওগাঁ।
ভিক্ষুরাম মাহাত তানোর, রাজশাহী।
শ্রীমতি অনন্যা রানী ( রীতু ) নিয়ামতপুর, নওগাঁ।
এবার এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।
অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগৎজীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ।