আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বানিজ্যিক প্রানকেন্দ্র কেরানীহাটের বিভিন্ন মার্কেটে ঈদের জামা কাপড় জুতা পাঞ্জাবীসহ বিভিন্ন পন্যের দাম উর্দগতি হারে আদায় করছে মর্মে ১২ মার্চ ২০২৫ খ্রি. তারিখ বিকাল ৩ টায় জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজার ও বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আম্মাজান পাজ্ঞাবি বিতান কে ২৫,০০০/-টাকা, রিমেক্স 69 কে ১৫,০০০/- টাকা, শৈল্পিক কে ১,০০০/- টাকা, আরটিক্স কে ৫,০০০/- টাকা, সু-বাজার কে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ৫ টি মামলায় সর্বমোট ৯৬,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) জনাব ফারিস্তা করিম, উপজেলা মৎস্য অফিসার জনাব জাকিয়া আবেদিন, ছাত্রপ্রতিনিধি সহ ইলেক্ট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।