বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

সীতাকুণ্ডে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন,থানায় মামলা।

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২নং ওয়ার্ড উত্তর বাঁশবাড়ীয়া এলাকায় যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে, থানায় মামলা। এই ঘটনায় নির্যাতনের শিকার ওই নারীর বাবা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা করেন।মামলার বিবরণ সূত্রে জানা যায় বাদী মোঃ আব্দুল সাত্তার( ৫৪) পিতা: নুর মোহাম্মদ বিবাদী :১.মোঃ মুজিব (২৪),পিতা:মো.মানিক ২.মো:মানিক (৫০) পিতা:মৃত মাহমুদুল বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলার ধারা ১১(গ)৩০ ২০০০ /২০০৩ নারী শিশু ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। ভুক্তভোগী নারী বলেন বিগত ২৭ নভেম্বর ২০২৩ইং তারিখে ইসলামী শরীয়া মোতাবেক আমার বিবাহ হয়। বিবাহের পর হইতে উল্লেখিত আমার শ্বশুরের কুপরামর্শে সব সময় শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতো। বিবাহের পর থেকে আমার স্বামী আমাকে যৌতুকের জন্য মারধর করতো।আমার সুখের কথা চিন্তা করে বিবাহের ২মাস পর আমার বাবা মোটরসাইকেল ক্রয় করার জন্য ১ লক্ষ টাকা প্রদান করে। উক্ত টাকা দেওয়ার পর কিছুদিন ভালো ভাবে সংসার জীবন অতিবাহিত হওয়ার পর টাকার জন্য আমার স্বামী আবার মারধর করে আমাকে। পরে আমি বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি যাহার নং.সিআর মামলা নং-৯২৩/২৪ ধারা-যৌতুক নিরোধ আইনে আইন ২০১৮ এর ৩ ধারায় মামলা দায়ের হয়। উক্ত মামলা দায়ের পর থেকেই মামলাটির তুলে নেওয়ার জন্য আমার স্বামী ও শ্বশুর মিলে আমাকে বিভিন্ন রকম ইমোশনাল কথাবার্তা বলে আমার থেকে আর যৌতুক চায়বে বলে। আমি আমার সংসারের কথা চিন্তা করে উক্ত মামলাটি বিজ্ঞ আদালত থেকে গত ২০/০২/২০২৫ ইং তারিখ এ প্রত্যাহার করি।কিছুদিন না যেতেই আমার স্বামী পুনরায় আমাকে ০৩/০৩/২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় আমার স্বামী ঈদ উপলক্ষ্যে যৌতুক হিসাবে ০১ লক্ষ টাকা দেওয়ার জন্য বলে। আমার বাবার নিকট টাকা আনিয়া দিতে পারবে না বললে। আমার স্বামী ও শ্বশুর মিলে আমার সাথে খারাপ আচরণ করে। এবং তারা আমাকে ভয়ভীতি ও হুমকি ধমতি প্রদান করে। আমি হুমকির প্রতিবাদ করলে আমার স্বামী ও শ্বশুর মিলে এলোপাতাড়ী মারধর আরম্ভ করে। এতে আমার ডান চোখে ঘুষি মারে চোখে রক্তাক্ত জখম করে। পুনরায় আমাকে বাম চোখে ঘুষি মারে। আমি চিৎকার করলে আমার স্বামী ও শ্বশুর আমাকে প্রাণে মেরে ফেলার হত্যার হুমকি প্রদান করে।পরে আমি ঘটনার বিষয়ে মোবাইল ফোনে আমার বাবাকে জানায়। পরে আমার বাবা থানায় গিয়ে পুলিশের সহযোগিতায় আমাকে নিয়ে যায়। ভুক্তভোগী মেয়ের বাবা জানান, আমার জামাই বিয়ের পর থেকেই আমার মেয়েকে টাকার জন্য চাপ সৃষ্টি করে। তাকে আমি মোটরসাইকেল কিনার জন্য এক লক্ষ টাকা প্রদান করি। যাতে আমার মেয়ের সংসারে কোনো অশান্তি না হয়। কিছুদিন না যেতেই আবার ঈদ উপলক্ষে এক লাখ টাকার দাবি করে। আমার মেয়ে দিবেনা বলাই আমার মেয়েকে আমার জামাই ও তার শশুর মিলে কিল ঘুসি মারে যখন আমি বিষয়টা শুনতে পাই সীতাকুণ্ড থানা পুলিশের মাধ্যমে আমার মেয়েকে উদ্ধার করে সীতাকুণ্ড সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে আমি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটা মামলা

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, ঘটনাটি আমি জানেছি ভুক্তভোগী নারীর পরিবার মামলা দায়ের করেন আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ