মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এ সময় আলোচনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা বিএনপির সদস্য এ্যাড. হাজী আনিছুর রহমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় বিএনপি নেতা রবিউল ইসলাম, করিরুউদ্দীন বাবলু, রফিউদ্দীন ব্যাপারি, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দীন, সদস্য সচিব মঈনুদ্দিন মঈনসহ বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।