পবিপ্রবি প্রতিনিধি,
মুশতাক আহমেদ
আজ ১১মার্চ(মঙ্গলবার ), ইচ্ছেফেরি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার উদ্যোগে ইফতার বিতরন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল “Donate your one meal, Together we can make a difference ”
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ,ইচ্ছেফেরির নিয়মিত সদস্য এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের আর্থিক অনুদানের মাধ্যমে, নুরেহেরা মদিনাতুল উলুম মাদ্রাসাএবং “মদিনাতুল উলুম আজিজিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয় । এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে আসহায় ও দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত সংগঠনের সভাপতি তার
বক্তব্যে বলেন,
” এতদিন আমাদের ইচ্ছেফেরির সদস্যদের নিজেদের অনুদানের মাধ্যমে ছোট পরিসরে এই ধরনের কাজগুলো করে এসেছি এবারই প্রথম এত বড় পরিসরে আমরা দুটি মাদ্রাসা এবং ক্যাম্পাসের আশেপাশে ১১০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করলাম, আর এ কাজে সবচেয়ে অবদান যাদের
বেশী তারা হলেন, পবিপ্রবির সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং সাধারণ সকল শিক্ষার্থীরা। সামনের দিনগুলাতে ইচ্ছেফেরি আরো বেশী
মানুষের কাছে পৌঁছাবে এই আশাবাদ ব্যাক্ত করছি “।
উল্লেখ্য দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ইচ্ছেফেরি সংগঠনটি ২০২০ সাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।