বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

সাতক্ষীরার দেবহাটায় জিয়া পরিষদের কমিটিতে সভাপতি ইয়াছিন, সম্পাদক আমিন

রিয়াজুল ইসলাম,আলম সাতক্ষীরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম,আলম সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ঐতিহ্যবাহী পেশাজীবি সংগঠন জিয়া পরিষদের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট নতুন ঘোষিত উক্ত পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাধারন সম্পাদক হিসেবে বিশিষ্ট আইনজীবী এডঃ শেখ আমিনুর রহমান আমিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম বাপ্পাকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা আহবায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সদস্য সচিব অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে যথাক্রমে আবু হাসান শিক্ষক, মাহমুদ আলী শিক্ষক, হায়দার আলী (অবঃ সেনা সদস্য), আবু তৈয়ব খান ব্যবসায়ী, বাবলু বিশ্বাস ও আবু সাঈদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইদ্রিস আলী ও ওয়ালিদ মাহমুদ, সহ-যুগ্ম সম্পাদক এ্যাডঃ রাকিবুজ্জামান দিপু, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে তুহিন পারভেজ ও জাহিরুল হককে মনোনীত করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবিদের সমন্বয়ে গ্রহনযোগ্যদের স্থান দেয়া হয়েছে। নতুন ঘোষিত উক্ত কমিটিকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ