মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
গতকাল কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট১ থেকে নয়জন বাংলাদেশীকদ আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
তাদের আটক করার আগে দুই সপ্তাহ নজরদারি করেছিলো, তারপর গতকাল আটক করে। ৯জনের কাছে থেকে অবৈধ ৪টা পাসপোর্ট, ১০টা মোবাইল, ১২১ টা সিমকার্ড আর সাথে নগদ অর্থ ১৫৫০ রিঙ্গিত জব্দ করেছে ইমিগ্রেশন বিভাগ।
এই নয়জনকে পুত্রাজায়া নিয়ে গিয়েছে আরও জিজ্ঞাসাবাদের জন্য।
এই সিমকার্ড গুলো আগেই বিভিন্ন মানুষের নামে রেজিষ্ট্রেশন করা থাকে, যেইটা সম্পূর্ণ ইলিগ্যাল/অবৈধ । মালয়েশিয়ায় টুরিস্টে আসা ব্যাক্তিদের টার্গেট করে এই সিমকার্ড বিক্রি হয় ২৫ থেকে ৩৫ রিঙ্গিত পর্যন্ত।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63, পাসপোর্ট অ্যাক্ট 1966, ইমিগ্রেশন রুলস 1963, সেইসাথে ATIPSOM অ্যাক্ট 2007-এর অধীনে আইন লঙ্ঘন করে এমন কোনও পক্ষের বিরুদ্ধে প্রয়োগ এবং কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।