মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।
মালয়েশিয়া হাইকমিশনের লেবার উইংয়ের সবচেয়ে বিতর্কিত কর্মকর্তা সুমন চন্দ্র দাসকে সরকার আজ প্রত্যাহার করে ঢাকায় ফিরিয়ে এনেছে। যিনি কর্মী নিয়োগের চাহিদাপত্রে সত্যায়নের এর নামে লাখ লাখ রিঙ্গিত কামিয়ে ইন্ডিয়াতে সেকেন্ড হোম করেছে বলেও গুজব রয়েছে।
হাইকমিশনের এক সূত্র জানিয়েছে, যিনি ট্রাভেল পাশ বাণিজ্য করে শত শত বাঙালিকে জিম্মি করে টিকিটের অতিরিক্ত টাকা কামানোর সিন্ডিকেটের সাথে জড়িত। তিন বছরের মাথায় দুর্নীতির দায়ে যাকে হাইকমিশন থেকে বর্তমান সরকার প্রত্যাহার করে। আজ সেই দুর্নীতিবাজ কর্মকর্তাকে এয়ারপোর্টে প্রটোকল দিতে যায় আরেক দুর্নীতিবাজ সদ্য চাকুরিচ্যুত হাইকমিশনের স্টাফ মকছেদ আলী। দুইজনের বিরুদ্ধে করাপশন ইন মিডিয়া গত বছর তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে।
জানা যায়, মন্ত্রণালয় ও দুদক একাধিক অভিযোগ এর প্রেক্ষিতে সরকার তাকে প্রত্যাহার করে। ৩ মাস আগে বদলি হলেও নতুন কলিং এ সিন্ডিকেট এর সাথে কাজ করার উদ্দেশ্যে তিনি দেশে যেতে অনাগ্রহী ছিলেন। হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তা তাকে মালয়েশিয়া রাখার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়।