মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

টেকনাফে টাকা বোঝাই মোটর সাইকেলসহ দুই মাদক কারবারি আটক।

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন

কক্সবাজার টেকনাফে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদক ক্রয় করতে আনা বিপূল পরিমাণ টাকা বোঝাই মোটর সাইকেলসহ রামুর দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

‎গত ৯মার্চ রাতে কক্সবাজার র‍্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের মিল্কি রিসোর্ট এর সামনে চেকপোস্ট করাকালীন লিংক রোডগামী একটি মোটর সাইকেলকে সন্দেহভাজনভাবে থামানো হয়। আরোহীদের মধ্যে রামু উপজেলার চাকমাকূল ইউপির ডেইঙ্গা পাড়া পশ্চিম চাকমারকূলের মৃত মোস্তফার পুত্র সাইদুল হোসেন (৩৫) এবং মোঃ শফির পুত্র আনোয়ার হোসন (৩৬) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়। পরে ধৃতদের তল্লাশি করে তাদের নিকট হতে নগদ মাদক ক্রয়ের ৭লাখ ৬৮হাজার টাকা,৩টি মোবাইল ফোন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ধৃত আসামীর মোবাইল ফোনে পলাতক আসামী নিজাম উদ্দিনের মাদক ক্রয় বিক্রয়ের অডিও রেকর্ড পাওয়া যায়।

‎কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ