মিজানুর রহমান ”
স্টাফ রিপোর্টার””
সারা দেশে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকদের প্রকাশ্য শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ ফারাজানা ট্রান্সপোর্ট মালিক কতৃপক্ষ।
সোমবার (১০ মার্চ) কোম্পানিগঞ্জ বাস স্টেশনে অবস্থিত ফারজানা কাউন্টারের সামনে ফারাজানা ট্রানপোর্ট মালিক কতৃপক্ষ হতে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। সেখানে দলে দলে ফারজানা বাসের সকল ড্রাইভার ও হেলপার জড়ো হতে প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানিগঞ্জ শ্রমিক কল্যান ইউনিয়নের সভাপতি হাজী ইদ্রিস মিয়া, ফারজানা বাস মালিক সমিতির সভাপতি হাজী রুহুলামিন তুহিন, সহ-সভাপতি নাছির, সহ-সভাপতি আল আমিন, ফারজানা মালিক কর্তৃপক্ষ সহ আরো অনেকেই।
কোম্পানিগঞ্জ শ্রমিক ফেডারেশন এর সভাপতি হাজী ইদ্রিস বলেন, আমরা শুনেছি গত কয়েকদিন আগে দেবিদ্বার থানাধীন ইউসুফপুর ব্রীজের নিচে পঞ্চাশোর্ধ মহিলাকে ধর্ষণ করে ফারজানা বাসের ড্রাইভার। আমরা সেটি জানার পর ০৯-০৩-২৫ তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে এর অন্তর্ভুক্ত কুমিল্লা জ ১১-২০১৬ নং গাড়ি এবং তার মালিক দেলোয়ার হোসেনকে ফারজানা বাস মালিক পরিবার থেকে ফারজানা বাস পরিবহন এর সম্মানিত চেয়ারম্যান মোতাব্বির আহমেদ জনির নির্দেশে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়। আমরা এই ঘটনায় ফারজানা ট্রান্সপোর্ট পরিবার মর্মাহত ও গভীরভাবে শোক প্রকাশ করছি। আমরা এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। ।
ফারজানা বাস মালিক সমিতির সভাপতি হাজী রুহুলামিন তুহিন জানান, আমরা ঘটনাটির বিষয়ে অবগত হয়েছি এবং আমরা ফারজানা বাস মালিক কর্তৃপক্ষ সবাই মিলে সেই ধর্ষকের বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করেছি। সরকারের কাছে আমরা দাবি জানাই যে সারা দেশে যেই নারী ও শিশু ধর্ষণ হচ্ছে, তার যেন সঠিক বিচার এ বাংলাদেশের মাটিতে হয়। কোন ধর্ষক যেন আর সাহস না পায় আগামীতে ধর্ষণ করতে।
দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে সোমবার দুপুরে বিক্ষোভ করছেন ফারজানা মালিক কর্তৃপক্ষ।