মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
মাগুরায় ঘটে যাওয়া নারকীয় ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং সারাদেশে ক্রমবর্ধমান যৌন সহিংসতার বিরুদ্ধে দিনাজপুরের বিরল উপজেলায় এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) ইফতারের পর শুরু হওয়া এই মিছিলে অংশ নেন সাধারণ ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
“আমার বোন ধর্ষণ হয়, ধর্ষক কেন বাহিরে রয়?”—এমন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। মিছিলটি বিরল বাজারের বকুলতলা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশে যেভাবে ধর্ষণের ঘটনা বাড়ছে, তা শুধু উদ্বেগজনক নয়, ভয়াবহও। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
আন্দোলনকারীরা আরও বলেন, এই ধরনের কর্মসূচি শুধু প্রতিবাদের মাধ্যম নয়, বরং এটি সমাজে সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয়দের মতে, এ রকম প্রতিবাদী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। তারা প্রত্যাশা করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।