আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানে খাদ্য দ্রব্য উর্দগতি ভেজাল খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা বাজার মনিটরিং করে যাচ্ছেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম। এই ধারাবাহিকতায় ০৯/০৩/২৫ তারিখ দুপুর ৩.৩০ টায় সাতকানিয়া উপজেলার শান্তিরটেক,জোটপুকুরিয়া বাজার ও ফুলতলা এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ৫টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ও পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ জন কে ৫টি মামলায় ৭০০০ (সাত হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।