বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

দিনাজপুরে অটো-টলি সংঘর্ষে আহত চালক, টলিচালক পলাতক

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি

ইফতারের পর দিনাজপুরের কাঞ্চন নতুন ব্রিজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি টলি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, টলিটি অতিরিক্ত গতিতে চলছিল এবং সরাসরি অটোটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোচালক ছিটকে পড়ে যান। দুর্ঘটনার পরপরই টলির চালক কোনো রকম সাহায্য না করে দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা আহত চালককে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কাঞ্চন নতুন ব্রিজ এলাকায় প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ