শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

মোঃ আসিফ ইকবাল যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল
যশোর প্রতিনিধি

মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধন করেছে। রবিবার বিকালে উপজেলা ভাস্কর্যমোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধ করেন সংগঠনটি। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।

মানববন্ধন থেকে বলা হয় দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ায় কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে।

সংগঠনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, মাগুরার আছিয়ার ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হচ্ছে নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা ও সমান সুযোগ প্রদান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন করা, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদার করা, নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কাউন্সেলিং সুবিধা প্রদান।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাব্বির আহমেদ, লাম, ইয়াসিন, সম্রাট, সিফাত, রিদয়, গোলাম সরোয়ার, মাজিদুল ইসলাম, স্বর্ণা ইসলাম মাহা, মাহিয়া তাসনিম ফাতিমা, উলসান নাসরিন বৃষ্টি, জলি প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ