শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

লোহাগড়ায় জামাতই ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি :

বাংলাদেশ জামাতই ইসলাম লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়ায় জাকাত শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকাল ৫ টায় জামাতই ইসলাম
লোহাগড়া পৌর শাখার উদ্যোগে লোহাগড়া ড্রিম হেভেন কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন লোহাগড়া পৌর আমীর মো.ইকরামুল হক।

সাধারণ সম্পাদক মো. জামিরুল হক টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতই ইসলাম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নড়াইল জেলা জামাতই ইসলামের আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামাতই ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. আলমগীর হুসাইন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাতই ইসলাম লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা মো. হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মো. সেকেন্দার আলী, জামাত নেতা মুফতি মাওলানা মো. ইমরান হুসাইন, মো.বাদশা মিয়া, মোঃ এমদাদুল হক,মো.খালিদ হোসেন, ওসমান শিকদার, মো. মতিয়ার রহমান,মো. সাহাবউদ্দিনসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আতাউর রহমান বাচ্চু বলেন, ‘দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। আগামী ডিসেম্বরে মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। নির্বাচন নিয়ে কোন কোন মহল সময় ক্ষেপণ করতে চাচ্ছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এই সরকার আরও আন্তরিক ও দায়িত্বশীল হবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের’।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। ইফতার মাহফিলে জামাতই ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ