শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

কক্সবাজার রামু এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক:৪

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামু ধানাধীন চাকমারকুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০০০(‘দশ হাজার) পিস ইয়াবাসহ ০৪(চার) জন মাদক কারবারীকে কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
শুক্রবার সহকারী পরিচালক মহোদয়ের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার কর্তৃক আয়োজিত বিকাল ১৭.১০ ঘটিকায় উপপরিদর্শক জনাব মোঃ সানোয়ার হোসেনের গঠিত রেইডিং টিমের মাধ্যমে তাদের আটক করতে সক্ষম হয়,গ্রেফতারকৃতরা হলেন:
১.-জায়েদ হাসান রামিম (১৯),, পিতা – জামাল উদ্দিন,মাতা- হাসিনা আত্তার, সাং পূর্ব মোহাম্মদপুর, ওয়ার্ড নাম্বার-৬, ইউপি চাকমারাকুল, রামু কক্সবাজার,২.-আল মামুন (২৮) পিতা-মৃত সুলতান আহমেদ,মাতা মৃত ফাতেমা বেগম সাং- উখিয়া গোনা ওয়ার্ড-৮, ইউপি কাউয়ারকুপ,রামু কক্সবাজার,৩. জাহিদুল আলম বোরহান (২০)
পিতা-মোজাহের আলম মাতা-সাবিকুন্নাহার
সাং চেইন্দা, ওয়ার্ড ৮ ইউপি দক্ষিণ মিঠাছড়ি, থানা-রামু,জেলা কক্সবাজার,,৪.আরিফুল আলিম (১৮)পিতা-কলিমুল্লাহ,মাতা- হাফসা খানম
সালামত পাড়া ওয়ার্ড নাম্বার ১, চাকমারা কুল, ইউপি থানা রামু জেলা কক্সবাজার,এ বিষয়ে উপপরিদর্শক জনাব মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে রামু থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ