মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
বিরলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। শনিবার (৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”।
বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লী শ্রী ও সোসাইটি ফর উদ্যোগ-এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এপি-এর ব্যবস্থাপক নিতা ফ্লোরা, পল্লী শ্রী প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান, মানব কল্যাণ পরিষদের প্রকল্প সমন্বয়কারী ইয়াসিন আলী, ব্র্যাক প্রতিনিধি ইকবাল হোসেন
আলোচনা সভা শেষে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মাইকযোগে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।
বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “নারী উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে নারী অধিকার সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, নারীদের ক্ষমতায়নের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়।