মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় প্লান্টেশন কলিং ভিসার সময়সীমা ৩১শে মার্চ।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া।

মালয়েশিয়ায় প্ল্যান্টেশন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে কর্মী প্রবেশের চূড়ান্ত সময়সীমা ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

গত শুক্রবার (৭ মার্চ) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গতকাল ৬ মার্চ জারি করা স্মারক অনুযায়ী, রিক্রুটিং এজেন্সিগুলোকে প্ল্যান্টেশন খাতে কর্মী নিয়োগের চাহিদাপত্র ১০ মার্চের মধ্যে হাইকমিশন থেকে সত্যায়ন করে নিতে হবে। আর বিএমইটি (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) থেকে ২০ মার্চের মধ্যে কর্মীদের বহির্গমন ছাড়পত্র গ্রহণ করতে হবে।

হাইকমিশন সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে এসব বিষয়ে তৎপর হতে অনুরোধ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ