বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

শিক্ষা শিবির ২৫ অনুষ্ঠিত: জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের অংশগ্রহণ

শরিফুল ইসলাম, লক্ষীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, লক্ষীপুর

লক্ষ্মীপুর জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে “শিক্ষা শিবির ২৫” অনুষ্ঠিত হয়েছে। এবারের শিবিরে সংগঠনের অগ্রসর কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং ইসলামী আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দীক্ষা নেন।

জামায়াতে ইসলামীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মাস্টার রুহুল আমিন ভূইয়া, আমীর জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা। যিনি ইসলামী আন্দোলনের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,
“একটি নৈতিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রত্যেক কর্মীকে আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।”
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ফারুক হোসাইন নূরনবী সেক্রেটারী জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা। এ আর হাফিজুল্লাহ – সদস্য কেন্দ্রীয় মজলিসের সূরা, নায়েবে আমীর বাংলাদেশ জামাতে ইসলামী লক্ষ্মীপুর জেলা।

শিবিরে কর্মীদের জন্য বিভিন্ন সেশন পরিচালিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
১.আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা ।
২.দারসুল কোরআন।
৩.সাংগঠনিক কার্যক্রমের কৌশল ও পরিকল্পনা
৪. নেতৃত্ব বিকাশ ও সমাজে দাওয়াতি কার্যক্রম
৫.সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও করণীয়

অনুষ্ঠানের বক্তব্যে অগ্রসর কর্মী শিক্ষা শিবিরের পরিচালক এ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল বলেন, “জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের প্রতিটি কর্মীকে আদর্শিকভাবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অগ্রসর কর্মী শিক্ষা শিবিরের সহ-পরিচালক : মাস্টার ফয়সাল আহমাদ, সহ-পরিচালক : মাওলানা আনোয়ার হোসাইন, ব্যবস্থাপক : জনাব ফজলুল করিম,সহ-ব্যবস্থাপক: জনাব জিল্লুর রহমান।

শেষে মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মীরা উৎসাহ ও নবউদ্যমে নিজ নিজ এলাকায় সংগঠনের দাওয়াতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ