বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রী কলেজের ছাত্র নয়নের সাফল্য—

মোঃ আসিফ ইকবাল রকি যশোর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি।

এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রী কলেজের ছাত্র নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় তার স্থান ১০৭৯। তার এই সাফল্য কলেজটির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

কলেজ সূত্রে জানা যায়,এই ছাত্রটি নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে।তার এই সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে।

কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ জনাব মোজাম্মেল হক বলেন, আমাদের ছাত্রের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র নয়ন বলেন, আমার এই সাফল্যের পিছনে আমার কলেজের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, স্যারদের অনুপ্রেরনা,আমার পরিবার ও আমার বন্ধুদের অবদান রয়েছে।আমি তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।

এস এম হাবিবুর রহমান কলেজের এই সাফল্য এলাকার শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ