মোঃ নুরুন্নবী কক্সবাজার শহর প্রতিনিধি।
আজ ৬ই মার্চ ২০২৫ ইংরেজি কক্সবাজারের বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসার কুইজ প্রতিযোগিতা পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে গ্রহণ করে শতাব্দীক ছাত্র।
মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসার কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অভিভাবকরা বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স নূরানী ও ইবতেদায়ী মাদরাসার এমন ভিন্ন উদ্যাগের ব্যাপক প্রশংসা করেন।
অত্র মাদ্রাসার প্রায় ১০০ জন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা হয়। এতে ২য় শ্রেণি থেকে ১ম হয়েছে সিদরাতুল জান্নাত, ২য় হয়েছে সাবিত, ৩য় হয়েছে রামীমা, যৌথভাবে ৩য় হয়েছে সায়েম। ৩য় শ্রেণি থেকে ১ম হয়েছে ইসফাক, ২য় হয়েছে রুপাইদা, ৩য় হয়েছে তাসবিহ। ৪র্থ শ্রেণি থেকে ১ম হয়েছে নাফিস, ২য় হয়েছে আরহাম, ৩য় হয়েছে জামিলা আক্তার সামা। ৫ম শ্রেণি থেকে ১ম হয়েছে ফারজানা কলিম মিম, ২য় হয়েছে উম্মে আইমন রুহেনা, ৩য় হয়েছে নুরহাম আল সাফিন।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন- প্রধান শিক্ষক ক্বারী মাও: জসিম উদ্দিন, ইংরেজি শিক্ষক মোবারক হোসেন, মাও: আবু ছালেহ, মাও: মুহাম্মদ ইউনুস, মাও: আব্দুল হাকিম, মাষ্টার শফিউল করিম ও মাও: মনজুরুল হক।
অত্র মাদরাসার শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রদান,মেধার বিকাশ ঘটাতে কঠোর পরিশ্রম করে।