শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সাংবাদিকদে‌র সঙ্গে মতবিনিময় পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিল

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ বৃহস্পতিবার (৫রমজান) পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা ইন্সটিটিউটে বিকেল সাড়ে ৫টায় পৌর যুবদলের আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত আ‌লী সাহাজুল, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ উদ্দিন চৌধুর, সহ-সভাপ‌তি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্ল্যা, ‌পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগ‌ঠনের ‌নেতা কর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আগামী সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন। এ সময় দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা মাঠে সর্বক্ষণ ছিলাম কিন্তু কিছু আওয়ামী লীগের দোসর আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সকলে মিলে দলের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি।

এসময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ