মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আঞ্চলিক মেরামত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিতরণ কাজে ব্যবহৃত চারটি ট্রান্সফরমার পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৫ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে কারখানায় হঠাৎ আগুন লাগে। ধোঁয়া দেখে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানান। তিনি তখন কার্যালয়ে না থাকায় ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেওয়া হয়।
প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, কারখানার ভেতরে থাকা তেলের ড্রাম বিস্ফোরণের ফলে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। এছাড়া ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং মোট কতটুকু ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।