ষ্টাফ রিপোর্টার আবু সাঈদ রেশাদ
“বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
এ সময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যাতিরেকে ইট ভাটায় ইট পোড়ানো এবং জ্বালানি কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যাবহারসহ বিভিন্ন অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ১টি মামলায় রাজ ব্রিকস কে ৮০,০০০/— টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পানি দিয়ে ভাটা ভিজিয়ে দেয়া হয়।
বুধবার (৫ মার্চ) দুপুরে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মেসার্স রাখি ব্রিকস ও মেসার্স রাদি ব্রিকসের পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ভূমি কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় মেসার্স রাখি ব্রিকস ও মেসার্স রাদ ব্রিকস নামের দুটি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। দোয়ারিকা গ্রামে পরিবেশগত ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই দুটি ইটভাটায় ইট তৈরি করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করায় দুটি ইট ভাটাকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন বাবুগঞ্জ এর এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।