রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামে ট্রাকের চাপায় জাহানারা বেগম (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত জাহানারা বেগম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী।
মঙ্গলবার (৪মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৭ টায় দিকে জেলার নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ বাজারের অদূরে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বৃদ্ধা জাহানারা বেগম পায়ে হেটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় রায়গঞ্জ ব্রীজের দক্ষিন পাশে দ্রুত গতির একটি ট্রাক সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি পুলিশের তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।