সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতা’ ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। আজ বিকাল ৪টা থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুগ্ধ চত্বরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং স্বেচ্ছাসেবী টিম ত্রাণ সংগ্রহের কাজ করবে।
ত্রাণ দিতে ইচ্ছুক সকলকে সরাসরি নির্ধারিত স্থানে এসে আমাদের স্বেচ্ছাসেবী ভাই-বোনদের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ত্রাণ হিসেবে শুকনো খাবার, পানি, ওষুধ, পোশাক ইত্যাদি দেওয়া যেতে পারে, যা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়ক হবে।
এছাড়াও, যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী, তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মহৎ কাজে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে এবং স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে নিম্নোক্ত যোগাযোগ নম্বরগুলোতে যোগাযোগ করুন:
– মোছাঃ সুমাইয়া মুস্তাকিম
01729351237
– মোঃ তোহা ইসলাম
01772756447
আসুন, আমরা সকলে মিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই এবং তাদের সহায়তায় হাত বাড়িয়ে দেই।