মো:রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করার সময় ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
৩ মার্চ মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মো. কামাল উল্যাহ, প্রোপাইটর- বাংলাদেশ স্টোর কে ১২ হাজার টাকা এবং ফলের দোকানদার মো. আলতাফ হোসেন কে দুই হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।