শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

কটিয়াদীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ডিসির মতবিনিময় সভা 

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খাঁনের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৪ঠা মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খাঁন।

এসময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,মডেল থানার ওসি তরিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার,উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ