আবু সাঈদ রেশাদ।
“বরিশাল জেলা পুরো রমজান মাস জুড়ে আয়োজন করেছে “সবার জন্য ইফতার ২০২৫”। এই মহতী উদ্যোগের আওতায় প্রতিদিন একজন ভলান্টিয়ার নিজ উদ্যোগে একজন রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করবেন।
প্রথম রমজানে এই কার্যক্রম শুরু করেন ভিবিডি বরিশাল জেলার স্বেচ্ছাসেবী সাদিহা সুলতানা। তার মাধ্যমে একজন রোজাদারের হাতে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে, যা এই মানবিক উদ্যোগের সূচনা হিসেবে প্রশংসিত হয়েছে।
সাদিহা সুলতানা বলেন: “রমজান মানেই ত্যাগ, সংযম ও সহমর্মিতার মাস। একজন রোজাদারের মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। ‘সবার জন্য ইফতার ২০২৫’ শুধু একটা প্রজেক্ট নয়, বরং এটা ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। আমি আশা করি, আমাদের ছোট ছোট প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।” ভিবিডি বরিশাল জেলার প্রেসিডেন্ট সুমন রহমান জানান, “এই প্রজেক্টের মূল লক্ষ্য হলো ইফতারের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
আমরা চাই, আমাদের ছোট ছোট প্রচেষ্টায় সমাজের কেউ যেন অভুক্ত না থাকে।” প্রজেক্টটি বাস্তবায়নে ভিবিডির সদস্যরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসছেন। স্বেচ্ছাসেবীরা নিজ খরচে কিংবা শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রতিদিন একজন (তাদের সাধ্যানুযায়ী আরও বেশি সংখ্যক) রোজাদারের ইফতার নিশ্চিত করবেন।
এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকেই। পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম পরিচালিত হবে এবং এতে ভলান্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা হচ্ছে।”