শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন জালসহ পুড়ল ৮ দোকান

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০ লাখ টাকার মাছ ধরার জালসহ আট দোকান পুড়ে গেছে।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সাগর উপকূলীয় বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।জেলেপাড়ার স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে আগুনে জাল পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন শিমুল জলদাস। তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখেন তার মাছ ধরার জালভর্তি দোকানে আগুন জ্বলছে।

এ সময় শিমুলের চিৎকারে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি জেলেপাড়ার একাধিক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তেই আগুন সুজিত জলদাস শুকলাল জলদাস, সিফাত ও সনজিদ জলদাসের জালভর্তি দোকানসহ আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও বেশ কয়েকটি দোকানসহ জেলেপাড়ার ঘরও পুড়ে যায়। তবে আগুনে জালসহ মাছ ধরার উপকরণ বিক্রির ৮ দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত জেলে শিমুল, সুজিত ও সনজিত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিটে অথবা কেউ পরিকল্পিতভাবে করেছে কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই তাদের।
তবে আগুনে দোকানের মালামালসহ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা এই ব্যবসা করছিলেন। কীভাবে ঋণ পরিশোধ করবেন, ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চিন্তিত তারা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা জানান, জেলেপাড়ায় পুড়ে যাওয়ায় আটটি দোকানেই মাছ ধরার জালসহ নানা ধরনের উপকরণ বিক্রি করা হতো। আগুনে দোকান ও দোকানের সমস্ত মালামাল পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ