শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

কল্যাণময় রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেছেন,কল্যাণময় রাষ্ট্র গঠনে ৩১ দফার বিকল্প নেই। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন।

রবিবার(০২ মার্চ) বিকাল ৪টার দিকে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, সবাই সংস্কার চায়, আমরাও চাই। কারণ, শত শত মানুষ প্রাণ দিয়েছে কল্যাণময় ও বৈষম্যহীন বাংলাদেশের জন্যই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিলো। বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে। সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। 

বিএনপির এই নেতা আরো বলেন, আমরা সাধারণ জনতার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেয়ার জন্য উপজেলার প্রত্যেকটা পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ,আলোচনা সভা ও চা-চক্র করেছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এর বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও আইন শৃঙ্খলার পাশাপাশি উন্নত এক বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে। এ সময় কটিয়াদী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ