এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।
তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। রবিবার (০২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বচান কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেশী’ল সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তাররের সঞ্চালনায় র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপসহকারি ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।
বক্তাগণ বলেন জুলাই বিপ্লবের পরে গণতন্ত্র ফিরেছে। রাষ্ট্রের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। গণতন্ত্র মজবুত করতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্বাচিত জন প্রতিনিধিগণ দেশ পরিচালনায় অবদান রাখতে পারে। এ জন্য মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে অংশ নিতে হবে। তারা সকলের সহযোগীতা কামনা করেন।#