নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল ৫ নং ওয়ার্ডে বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) সন্ধা ৭টার সময় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি-ঘরে ইট পাটকেল নিক্ষেপ।সরেজমিনে গিয়ে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ওই গ্রামের আলকাছ মিয়ার বসতবাড়ী ঘরের অর্তকিত ভাবে একই এলাকার মৃত সানু মিয়ার ছেলে মান্নান মিয়া,হান্নান মিয়া,জামাল মিয়া ও তাদের সহোযোগী কাজল বেগম ,জরিনা বেগম, সালমা বেগম,ছায়েরা বেগম সহ ২০-২৫ জন মিলে আলকাছ মিয়া এর বাড়ীতে ইট পাটকেল নিক্ষেপ সহ বসত ঘরের দরজা জানালা জিনিসপত্র ভাঙচুর করে ও আলকাছ মিযার দুই মেয়ে সুমাইয়া আক্তার, সুরাইয়া আক্তার এবং স্ত্রী মহিনা বেগম কে মারধর করে।
গুরুতর আহত সুমাইয়া আক্তার ও সুরাইয়া আক্তার নাসিরনগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।উল্লেখ্য, গত দুই মাস আগে পারিবারিক বিষয় নিয়ে আলকাছ মিয়ার সাথে মান্নান মিয়া গং দের বিরোধ বাধে। এ নিয়ে একাধিকবার বিচার শালিস করার চেষ্টা হলেও বিষয়টি অমিমাংশিত রয়ে যায়।যা বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। এরই মধ্যে আবারও উভয়দ্বয়ের মারপিটের ঘটনা ঘটে।
এ বিষয়ে আলকাছ মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
এ নিয়ে ধরমন্ডল ৫ নং ওয়ার্ডের দুই – একজনের সাথে কথা বললে তারা জানান, তাদের মধ্যে পূর্বথেকে বিরোধ চলে আসছিলো।পারিবারিক বিষয় নিয়ে একে অপরকে দোষারোপ করায় এই ঘটনা ঘটেছে।
দুই মাস আগের ঘটনার তদন্ত করছে ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ। এ রিপোর্ট লেখা অব্দি উভয়ের মধ্যে মিমাংশার চেস্টা চলছে।