শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০১ অপরাহ্ন

সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন।

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

আবুল কাশেম, সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়া আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতি কার্যনিবার্হী পরিষদ নির্বাচন ২০২৫-২৬ ইং নির্বাচন সম্পন্ন হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫ পর্যন্ত মুন্সী সমিতি হল রুমে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলে ৷ এতে ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, সাতকানিয়া আইনজীবী সমিতির যুগ্ম- সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম অর্থ সম্পাদক এডভোকেট কালাম উদ্দিন। ৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় মোহাম্মদ আলী, ৪৮ ভোট পেয়ে সাধারণ-সম্পাদক পদে নির্বাচিত হয় মো: আলমগীর হাসান, ৪০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নয়ন আচার্য্য, সর্বোচ্চ ৫৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় শংকর আচার্য্য। বিনাপ্রতিদ্বন্ধি নির্বাচিত, সিনিয়র সহ-সভাপতি – সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি দোলান কান্তি নাথ, অর্থ সম্পাদক মো: রিদুয়ানুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, পাঠাগার তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিদুয়ানুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অভিষেক রুদ্র, সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধি নির্বাচিত হয় সিরাজুল ইসলাম, মো:ইউনুচ,আরিফ মাঈনুদ্দিন, নাজিম উদ্দিন, রুবেল কান্তি নাথ,ও ছৈয়দ মুহাম্মাদ নেজাম উদ্দিন। এসময় নির্বাচিতরা বলেন, সমিতির কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।মানুষকে যথাযথ আইনি সেবা দিতে ভূমিকা রাখবেন।কোর্ট সেন্টার এলাকা থেকে আউট দালাল নির্মূল করবেন। সবাইকে সাথে নিয়ে সাতকানিয়া আইনজীবী সহকারী(এডভোকেট ক্লার্ক)সমিতিকে এগিয়ে নিয়ে যাবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ