মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

মাহে রমাদানকে স্বাগত জানিয়ে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

মো:সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি।

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পহেলা মার্চ ২০২৫ বিকেলে দিনাজপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাহে রমাদানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। তারা ন্যায় ও নৈতিকতার চর্চা, দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং সমাজ থেকে অন্যায়-জুলুম ও অশ্লীলতা নির্মূলের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও সিয়ামের মাস। এ মাসের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। তাই সরকারের উচিত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি, অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।”

আয়োজকরা জানান, ইসলামী ছাত্রশিবির সবসময় ন্যায়, নৈতিকতা ও মানবতার কল্যাণে কাজ করে আসছে। মাহে রমাদানের পবিত্রতা রক্ষার পাশাপাশি রমজানের সঠিক আদর্শ সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শান্তিপূর্ণ এ র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাহে রমাদানের চেতনাকে অন্তরে ধারণ করে সমাজ গঠনের প্রত্যয় নিয়েই তারা এ মহিমান্বিত মাসকে বরণ করে নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ