মোঃ আসিফ ইকবাল রকি
যশোর প্রতিনিধি।
চৌগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সেক্রেটারি জনাব মাসুদুল হাসান এর উদ্যোগে নতুন পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে।রবিবার ইং ১/৩/২৫ তারিখ বিকালে চৌগাছা উপজেলার কোটচাঁদপুর মেইন রোড সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–চৌগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব এম এ ছালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি জনাব সেলিম রেজা আউলিয়ার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আলিবুদ্দিন খান,উপজেলা বিএনপির আর এক সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব দেলোয়ার হোসেন, জনাব জহুরুল ইসলাম বাবু।এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন “পার্টি অফিস” উদ্বোধনের ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।