শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রিক্সা চালক কে ছিনতাই পরে হত্যা

মিজু আহমেদ নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মিজু আহমেদ নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি।

অদ্য ২৮ ফেব্রুয়ারী সকাল ১০.০০ টায়
নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা নামক গ্রামের ধান ক্ষেতে একটি লাশ দেখতে পায় গ্রাম বাসী।নাগেশ্বরী থানা পুলিশ কে অবগত করলে থানা পুলিশের একটি টিম লাশ টি উদ্ধার করে।লাশ টির পাশে পড়ে থাকা নোট বুক থেকে তার পরিচয় পাওয়া যায় ও তার পরিবার কে খবর দেয়া হয়।তার নাম মো: বেলাল হোসেন (২৫)
পিতার নাম: নুরনবি মিয়া গ্রাম: খোচাবাড়ী, ইউনিয়ন :ভাঙ্গামোড়, উপজেলা:ফুলবাড়ী।সে অটো চালক।তার শরীরে আঘাতের চিহ্ন আছে।তার অটো টি ঘটনা স্থলে নেই।প্রাথমিক ধারনা করা হচ্ছে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্র অটো ছিনতাই করতেই ঘটনা টি ঘটিয়েছে। নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ইনচার্জ মো: রেজাউল করিম রেজা জানান লাশ উদ্ধার করা হয়েছে।মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া ধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ