আসিফ সরকার,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঞ্চস্থ হলো পৃথিবীর প্রাচীনতম লিখিত মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘দ্যা এপিক অব গিলগামেশ’।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ল্যাব-৩-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর নির্দেশনা দিয়েছেন নাসির খন্দকার।
আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা টিম শঙ্খনাদ-এর ব্যানারে স্নাতক (সম্মান) ২য় পর্বের পরীক্ষার অংশ হিসেবে এই নাটকটি মঞ্চায়ন করেছেন।
বাংলাদেশে প্রথমবারের মতো ‘গিলগামেশ’ মহাকাব্য তার বিশাল মহাকাব্যিক রূপ নিয়ে মঞ্চে উপস্থাপিত হলো। নাটকটিতে উঠে এসেছে মানুষের আকাঙ্ক্ষা, দেবতাদের ইচ্ছা এবং অমরত্বের সন্ধানে ছুটে চলার চিরন্তন গল্প। তবে মৃত্যু যে অনিবার্য, সেটাই নাটকের অন্যতম মূল বার্তা।
নাটকের চরিত্র এনকিদুর মাধ্যমে দেখানো হয়েছে, মানুষ কি আদৌ নিজের ইচ্ছার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারে, নাকি দেবতাদের ইচ্ছার পুতুল হয়েই তাকে জীবন কাটাতে হয়। গিলগামেশ ও এনকিদুর সম্পর্কের মাধ্যমে মানবিক পরিবর্তনের চিত্রও তুলে ধরা হয়েছে।
নাটকের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেতা সাব্বির হোসেন বলেন, “প্রথমবার মঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছি, যা এক অনন্য অভিজ্ঞতা। প্রচলিত পাঠ্যসূচির বাইরের এই অভিজ্ঞতা আমাদের অনেক নতুন বিষয় শিখতে সাহায্য করেছে।”